প্রকাশিত: Wed, Apr 12, 2023 6:38 AM
আপডেট: Tue, Apr 29, 2025 12:09 AM

বাফুফের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

সাঈদুর রহমান: গত বছর দেশের ফুটবলে বড় সাফল্য এনেছিলো লাল-সবুজের মেয়েরা। কিন্তু চলতি বছরে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে খেলতে পারেনি তারা। সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে আর্থিক সংকটে পাঠাতে ব্যর্থ হয়েছে বাফুফে। বাফুফের এমন কাণ্ড মেনে নিতে পারছেন না ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফের কড়া সমালোচনা করেছে সংসদীয় কমিটিও। 

জাতীয় সংসদের ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি বাফুফের টাকাপয়সার তদন্ত করতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। তদন্ত শুরু হয় অলিম্পিক বাছাই খেলতে নারী দলের মিয়ানমার না যাওয়ার ঘটনা নিয়ে। এতেই বিপাকে পড়েছে বাফুফে, টাকাপয়সার সঠিক হিসাব দিতে ব্যর্থ হয়েছে ফেডারেশন। 

মেয়েদের মিয়ানমার সফরের জন্য জার্সি থেকে মোজা, জুতা, টিকিট থেকে ভিসা ফি, জরুরী খরচ আবার অন্যান্য এমন নানা খাতে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৯২ লাখ টাকা বরাদ্দ চেয়েছিল ফুটবল ফেডারেশন। 

২৯ মার্চ আনুষ্ঠানিক ভাবে সফর বাতিলের ঘোষণা দেয় বাফুফে। পরদিন সফর বাতিলের বিস্তারিত ব্যাখ্যা দেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, মিনিমাম ৫০ হাজার ডলারের মতো টাকা দরকার ছিল। বাফুফে প্রথমে বলেছিল অর্থের একাংশ তাদের কাছে আছে, বাকিটা সরকার ও স্পন্সরদের কাছে আবেদন করেও মেলেনি। 

কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অর্থ চেয়ে যে চিঠি দিয়েছে বাফুফে, তা বলছে ভিন্নকথা। খরচের তালিকায় খেলোয়ারদের ম্যাচ জার্সি, প্র্যাকটিস জার্সি, ট্রাভেল টি শার্ট, কেডস, গোলরক্ষকদের গ্লাভস সব আছে। শুধু ক্রীড়া সামগ্রী খাতে খরচ ধরা হয়েছে ৮ লাখ ৪ হাজার ২৫০ টাকা, বাদ যায়নি মোজাও। ব্যাগ, বিবস, বলও আছে তালিকায়। কিন্তু এসব পণ্য দিয়ে থাকে বাফুফের চুক্তিবদ্ধ স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক। এছাড়াও ৩১ জনের দলের বিমান ভাড়া, ভিসা ফি ও ইনসুরেন্সের জন্য ধরা হয়েছে প্রায় ৪২ লাখ ৬৭ হাজার ১৫০ টাকা। যা বর্তমান খরচের তুলনায় জনপ্রতি ৫০ হাজার বেশি। যে হিসাব নিয়েও আছে প্রশ্ন। 

এই সবকিছুকেই হাস্যকর বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, আর্থিক বিষয়ে আরো অনেক বেশি স্বচ্ছতা আনা দরকার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব